পূরণজিতের রত্নভাণ্ডার - দীপান্বিতা রায় Puranjiter Ratnavandar by Dipanwita Roy

গল্পের নাম - পূরণজিতের রত্নভাণ্ডার
লেখিকা - দীপান্বিতা রায়
পূরণজিতের রত্নভাণ্ডার - দীপান্বিতা রায় Puranjiter Ratnavandar by Dipanwita Roy

গল্পটি কিশোর রহস্য জনরার বই "পূরণজিতের রত্নভাণ্ডার"- এর প্রথম গল্প। ছোট্ট ছয়টি গল্প দিয়ে তৈরি কিন্তু বেশ আকর্ষণীয় বইটি। লেখিকার কলম যেন ম্যাজিক তৈরি করেছে।

গল্পের মূল চরিত্র তৃণা। এগারো বছর বয়সে এক ভয়ঙ্কর দূর্ঘটনায় বাবা-মাকে হারায় সে। এরপর তার কাকা দীপকবাবুর কাছে থাকতে শুরু করার কিছুদিনের মধ্যেই শকে হাঁটাচলার ক্ষমতাও হারায় তৃণা। সারাদিন হুইলচেয়ারে কাটে তার দিন। দীপকবাবু মধ্যপ্রদেশের এক কলেজের অধ্যাপক এবং একজন নামী ঐতিহাসিক। তাঁর বাড়িটি শহর থেকে একটু দূরে এবং সামনেই এক পুরোনো কেল্লার ভগ্নাবশেষ। কথায় কথায় তৃণা তার কাকার কাছ থেকে জানতে পারে যে এই কেল্লায় নাকি অনেক দূর্লভ রত্নের ভান্ডার লুকানো আছে। আর সাথে সেটা খোঁজার জন্য একটা মন্ত্রও আছে। কিন্তু দী এইপক বাবু অনেক খুঁজেও কিছু পাননি, তাই তিনি এই রত্নের ভান্ডারের গল্পটা মিথ্যা বলেই মনে করেন। কিন্তু তৃণা বেশ আকর্ষণ বোধ করে গল্পটা শুনে। সে ঠিক করে সে এই গুপ্তধন আবিস্কার করেই ছাড়বে।


তৃণা ও দীপক বাবু পেরেছিলেন এক অমূল্য গুপ্তধন আবিস্কার করতে কিন্তু সেটা কী তা জানার জন্য গল্পটি পড়তেই হবে।

আমার খুব ভালো লেগেছে গল্পটি। ১০/১০ দেওয়া যেতেই পারে। বানান ভুল চোখে পরেনি।

রিভিউটি লিখেছেনঃ ইন্দ্রানী ভট্টাচার্য
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

boi

Post a Comment

Previous Post Next Post