বই: বোরিংপুর বাইফোকালস্
লেখক: কৌশিক সামন্ত
প্রকাশক: অরণ্যমন
অলঙ্করণ: ওঙ্কারনাথ ভট্টাচার্য
মূল্য: ₹২৭৫
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
বোরিংপুর বাইফোকালস্ - সূ চি প ত্র
ও কুমির, তোর জলকে নেমেছি
পরিত্যক্ত বাতিঘর পলায়মান জাহাজ
শূন্য ডাঙায় গভীর বিষাদ, ক্ষণেকে জমি ক্ষণেকে খাদ
কমরেড, খাসির দুর্গ সামলাও
সাদাকালো রং-মাখা মানুষেরা
সাপের বিষে মাতাল মিশে
ছুটি ছুটি, চল দু'দিন কাটি
দমবুড়ো আর চল্লিশটা লাশ
নিশুতির ডাক আর মায়া সাইকেল
রাপুঞ্জেল আর নাগরদোলা
জলের ধারে বসে থাকা
ঐহিকে সব ভিন্ন ভিন্ন, অন্তিমে সব মাটি
পাচকবধ পালা
দেজাভু-র ভুলে, ঝোলে অম্বলে
নিশিরাত বাঁকা চাঁদ ফ্যাকাশে
উপনিবেশের শেষ অপরাহ্নে
বোরিংপুর বাইফোকালস্ লেখক পরিচিতি
কৌশিক সামন্ত যোগ্যতায় ইঞ্জিনীয়ার, পেশায় ব্যাংকার, আর নেশায় শখের গল্প লিখিয়ে। প্রথম দুটোয় ডাহা ফেল, আর শেষেরটার মূল্যায়ণ আপনাদের হাতে তুলে দিলাম!
বোরিংপুর বাইফোকালস্ রিভিউ
যে ব্যক্তিরা কর্মসূত্রে নিজের বাড়ি ছেড়ে দূর প্রদেশে বাস করেন, বিশেষ করে জনপরিষেবামূলক কর্মে নিযুক্ত, তাঁদের অভিজ্ঞতার ঝুলি অসংখ্য রঙিন-বেরঙিন ক্যানভাসে ভর্তি থাকে। কতশত মানুষের সংস্পর্শ জীবনে নতুন নতুন অধ্যায় রচনা করে - সেই মুহূর্তে সেটা হয়তো উপলব্ধি হয়না, কিন্তু দিনান্তে বিশ্লেষণ করলে প্রতিটি ঘটনা স্মৃতির ভাঁড়ার সমৃদ্ধই করে।
কর্মসূত্রে সীমান্তবর্তী গ্রাম বোরিংপুরে লেখককে বেশ কিছু বছর কাটাতে হয়। শহুরে জীবনযাপন মুলতুবি করে, সেই অচিন গ্রামে দিনগুজরান প্রথম নজরে কষ্টসাধ্য বলেই বোধ হয়। কিন্তু ওই যে প্রবাদ, 'শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়।' ধীরেধীরে সেই জীবনে, সেই গ্রামে, সেইসব মানুষদের সাথে মিশে যেতে বাধ্য হতেই হয়। অজানাকে জানার এক পরিসর তৈরী হয়। লেখক বোরিংপুরে কাটানো সেইসব দিনের মনে দাগ কেটে যাওয়া কিছু ঘটনা পাঠকের সাথে ভাগ করে নিয়েছেন।
বইয়ের নামে 'বোরিং' শব্দ থাকলেও, বইটি যে তিলমাত্রও বোরিং না, তা হলফ করেই বলা যায়। এত সরল ভাষা, সহজ অনুভব! ভাষার মারপ্যাঁচ নেই, শব্দের জটিলতা নেই, অকারণ অ্যাবস্ট্রাক্ট বাক্য নেই। যা আছে, তা এতই স্বাভাবিক, এতই বাস্তব যে পাঠক অনায়াসেই একাত্ম হবেন। এই যে খণ্ড-খন্ডচিত্র - সেগুলি জুড়ে জুড়েই এক সমগ্র জীবনচরিত। ছোট ছোট ঘটনাগুলি - তা সে সুখের হোক বা দুঃখের, আনন্দের বা মনখারাপের - অধ্যায় শেষে একটা হালকা হাসি লেগে থাকে ঠোঁটে।
লেখকের লাইনই ধার করে বলি,''গল্প আসলে জায়গার হয় না, হয় মানুষের। জায়গা সেটাকে জুড়ে থাকে মাত্র। মানুষগুলোই যখন দূরে চলে যায়, জায়গাগুলো তখন শূন্যস্থান হয়ে যায়।'' - এইভাবেই বোরিংপুর অধ্যায় শেষ হয়, নাকি শেষ হয়েও হয়না!... লেখক তার উত্তর দেন নি। উত্তরের প্রয়োজনও নেই।
বইটি পড়তে সুন্দর লেগেছে। প্রচ্ছদ ও অলঙ্করণগুলি খুবই সুদৃশ্য। ছোটখাটো বইটি পাঠক একবার কনসিডার করতেই পারেন।
Tags
Indian