#review
📖 কৃষ্ণবেণী ✍️ সায়ন্তনী পূততুন্ড
📚 মিত্র ও ঘোষ
💲250/-
কৃষ্ণবেণী ... এক প্রভুদাসীর যুদ্ধের কথা ।
◻️কাহিনী এক প্রত্যন্ত গ্রামের ,যেখানে এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি। কিন্তু অন্ধকার ও কুসংস্কারে ভরা এই গ্রামে চালু আছে এক কুপ্রথা। তার নাম 'পোট্টুকাট্টু'। ঠিকমতো জ্ঞান হওয়ার আগেই সেখানকার কন্যাসন্তানকে এক কালো কষ্টিপাথরের শিবলিঙ্গের সাথে গণবিবাহ দেওয়া হয়। তারপর সে চিরদিনের জন্য 'প্রভুদাসী' বা 'দেবদাসী' হয়ে নিজের আর পরিবারের অন্ন সংস্থান করে। বংশ পরম্পরায় এই প্রথা মেনে চলা হয়, এই গ্রামে মেয়ে হয়ে জন্মানো মানেই ঈশ্বরের দান, ছেলে হলে যে কোনো কাজেই লাগে না। মেয়ে হলে বংশ পরম্পরায় এই প্রথা পালন করা যায়, আর যে বা যারা এই প্রথা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করে ' ইয়েলাম্মার ' অভিশাপে ছার খার হয়ে যায় সেই বংশ।
◻️এই উপন্যাসটি এক দেবদাসী মায়ের তার কন্যাশিশুকে বাঁচানোর তীব্র সংগ্রাম। নাগবল্লী এক দেবদাসী, যে তার মেয়ে কৃষ্ণবেণীকেও এই পেশায় নিযুক্ত করেছে। কৃষ্ণবেণী তার ষোলো বছরের নাতিদীর্ঘ জীবনে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। সেই দুর্বিষহ জীবন থেকেই মুক্তি চেয়ে নিজের শিশু সন্তানকে নিয়ে প্রাণ হাতে নিয়েও কুসংস্কারে নিমজ্জিত সমাজ আর নিজের মায়ের থেকে পালাতে চায় কৃষ্ণবেণী।অতঃপর কৃষ্ণবেণী নেমে পড়ে তার কন্যা সন্তান কে নিয়ে এই যুদ্ধে । যেখানে সবসময় মৃত্যু ওত পেতে রয়েছে । কিন্তু তা সহজ নয়, মায়ের ক্রূরতা আর সমাজকে এড়িয়ে কতদূর যেতে পারবে সে?
◻️ অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্কের চেয়েও বড়ো হয়ে ওঠে আত্মার সম্পর্ক , সততার সম্পর্ক, মানবিকতার সম্পর্ক । ঠিক যেমন কৃষ্ণবেণী তার আপনজনদের পাশে না পেলেও শেষ মুহূর্ত পর্যন্ত পাশে পেয়েছিলো চিরুথা নামক এক ছিঁচকে চোরকে, গহন অরণ্যে বসবাসকারী তথাকথিত বন্য মানুষ 'বেতাল'-দের, শহরের এনজিওর দিদিদের। কিন্তু পদে পদে প্রমাণিত হয় অশিক্ষাকে শিক্ষার আলোয় আলোকিত করা সহজ,কুশিক্ষাকে নয় । শেষ পর্যন্ত কি কৃষ্ণবেণী পারবে নিজের ও সন্তানের জন্য এক সুস্থ জীবনধারায় প্রবেশ করতে?
◻️এখানে সম্পূর্ণ বিপরীতধর্মী দুই মায়ের চরিত্র অঙ্কন করেছেন লেখিকা। এক মা যেখানে দেবতার তুষ্টি আর নিজের স্বার্থ চরিতার্থ করতে মেয়েকে শেষ করে দিতেও দ্বিধা করেনা,অন্য মা তখন নিজের জীবন বাজি রেখে হলেও মেয়েকে সুন্দর জীবনের আলো দেখাতে চায়। কৃষ্ণবেণী এক মেয়ের লড়াই এর কাহিনী,এক মায়ের লড়াই এর কাহিনী ।
◻️ লেখিকা সায়ন্তনী ম্যাম আমার বর্তমান সময়ের প্রিয় লেখক-লেখিকার সারিতে প্রথম দিকেই থাকেন সবসময়। এই বই নিয়ে বিশেষ আলোচনা না দেখলেও পড়ার সময় কোথাও না কোথাও মনেই হয়েছিল এই বই নিশ্চয়ই ভাবাবে। ঠিক তাই, একদম অন্যরকম এক কাহিনী, এক অন্যরকম অনুভুতি। কৃষ্ণবেণীর তীব্রতম লড়াই কে কুর্নিশ জানাই।থ্রিলারের আঙ্গিকে লেখা এই উপন্যাসটি যাঁরা পড়েননি তাঁরা আর দেরী না করে তাড়াতাড়ি পড়ে ফেলুন।
Tags
Indian